জিবি নিউজ২৪.কম || লন্ডন ||
যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্টান ‘‘দি সেভেন মার্চ ফাউন্ডেশন’’ এবং সোয়াস সাউথ এশিয়া ইন্সটিটিউট ইউনিভারসিটি অব লন্ডন যৌথভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাট্য রাজনৈতিক জীবন, দর্শন, চিন্তা-চেতনা এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে নজপ্রজন্ম সহ বিশ্বব্যাপী বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে তুলে ধরতে এক মহতী উদ্যোগ নিয়েছে, এরই অশং হিসেবে আগামী ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকায় সোয়াস ইউনিভারসিটির ব্রনি গ্যালারী ল্যাকচার থিয়েটার হলে শেখ মুজিবুর রহমান ল্যাকচার আন্ডার স্টেন্ডিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- দি হার্ড রোড টু বাংলাদেশ ইন্ডিপেন্ডডেন্স এ্যান্ড দি মিনিং অব সেভেন মার্চ শীর্ষক একক ল্যাকচারের আয়োজন করেছে ( বালাদেশের স্বাধীনতা সংগ্রামের দুর্গম পথ এবং ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য ) ।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা একথা জানান। সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন জাতির জনকের এই ভাষণের বিভিন্ন দিক গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ, যদিও ঐতিহাসিক ভাষণ সম্পর্কে পশ্চিমা বিশ্বের মানুষ সামান্যতম ধারনা রাখলেও অনেকেই এর বিষয় বস্তুু সম্পর্কে জানেনা। বিভিন্ন দেশের গবেষক সহ অনেকই এর অদ্যান্ত জানতে আগ্রহী। তাই সোয়াস বিশ্ববিদ্যালয় এবং সেভেন মার্চ ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে।
এখানে উল্লেখ্য যে গেল কয়েক বছর যাবত দি সেভেন মার্চ ফাউন্ডেশন ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন নিয়ে গবেষণার পাশাপাশি ও বৃটেন এবং বাংলাদেশে নিয়মিত সেমিনার করে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথমে ৭ই মার্চ ল্যাকচারের দিন ধার্য্য করা হলেও অনিবার্য্য কারনে তা পিছিয়ে ১০এপ্রিল ঠিক করা হয়।
News Link: http://www.gbnews24.com/news/16331
Comments are closed
